Skip to main content

Posts

Showing posts from April, 2014

গ্র্যান্ড থেফট অটো ৫ – Walkthrough (Intro)

সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিএ ৫ এর গাইডে। বিশাল এই গাইডটি আমি অনেকগুলো খন্ডে খন্ডিত করেছি। যেমনটি করেছিলাম ফারক্রাই ৩ এর গাইডে। ফারক্রাই ৩ তে শুধুমাত্র মূল স্টোরিলাইট মিশন মানে ৪০টা মিশন লিখেছিলাম শুধু। তবে জিটিএ ৫ এর A to Z সবগুলো উপাদান নিয়ে লিখবো তাই অনেকগুলো খন্ডে খন্ডিত হবে। আর আশা রাখি যে গেমটির পিসি সংস্করণ বাজারে আসার আগেই গেমটির গাইড লিখা শেষ করতে পারবো। আজ জিটিএ ৫ এর গাইডের Intro এপিসোড। আজ সরাসরি মেইন মিশনগুলোতে যাবো না। তবে আজ রয়েছে গেমটির সর্ম্পকে বেসিক কিছু ধারণা। ইউজার ইন্টারফেসঃ মিনিম্যাপঃ জিটিএ সিরিজের আগের গেমসগুলোর মতোই জিটিএ ৫ গেমটিতে রয়েছে চর্তুমুখী মিনিম্যাপ। তবে এবারের মিনিম্যাপটি ত্রিমাত্রিক মানে 3D মিনিম্যাপ (যেটা নিড ফর স্পিড আন্ডারগ্রাউন্ড গেমটিতে ছিল)। এছাড়াও মিনিম্যাপে এবার জুম কমানো এবং বাড়ানো যাবে। হেলথবারঃ মিনিম্যাপের নিচে সবুজ বারটিই তোমার ক্যারেক্টারের হেলথবার। হেলথবার শূণ্যের কোঠায় এলে তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আরমর বারঃ হেলথ বারের পরেই ধূসর রংয়ের বারটিই আরমর বার। স্পেশাল স্ক্রিল বারঃ আরমর বারের পরেই নীল ও হলুদ রংয়ের দুটি বার হচ্ছে