লাইভ ওয়ালপেপার কম-বেশি সবাই ব্যবহার করি। কিন্তু সেগুলা যেহারে ব্যাটারির চার্জ ফুরিয়ে ফেলে, এতে আপনি যেকোনো সময় ফতুর হওয়ায় স্বাভাবিক!!! কেউ কোন দিন এমন লাইভ ওয়ালপেপার নিয়ে হয় তো কমই চিন্তা করেছে, যেটা আপনাকে ফতুর করবে না বরং LIVE নাড়ি-নক্ষত্র জানিয়ে দিতে একদম পাক্কা ওস্তাদ!!! ব্যাটারির LIVE নাড়ি-নক্ষত্র জানিয়ে দেওয়ার এই লাইভ ওয়ালপেপারের নাম হল- Battery Core Live Wallpaper । এটি এক দিক দিয়ে আপনার এন্ড্রোয়েডে সুন্দর লাইভ ওয়ালপেপার হিসাবে কাজ করবে অন্য দিকে ব্যাটারির সার্বিক অবস্থা জানিয়ে দেবে। ডিজাইনটা আপনি ইচ্ছা মত কাজটমাইজ করে নিতে পারবেন। এটি একটি পেইড অ্যাপস! মূল্য $0.99 ডলার, তবে আপনাদের জন্য একদম ফ্রী!!! এটির ওজন মাত্র ১.৮৭ এমবি। ব্যাটারির LIVE নাড়ি-নক্ষত্রে যা দেখতে পাবেন——- Battery Level [ কত পারসেন্ট চার্জ আছে ] Status [ চার্জিং অথাবা অফমোডে আছে ] Voltage [ ব্যাটারির ভোল্টেজের পরিমাণ ] Temp [ ব্যাটারির তাপমাত্রা জানা যাবে ] এছাড়া আছে আকর্ষণীয় লাইভ ওয়ালপেপার !!! ®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════...