Skip to main content

Posts

Showing posts from December, 2012

এক ক্লিকেই সাফ করুন পিসির যতো জঞ্জাল

আমরা পিসিতে কাজ করলে অনেক ধরনের পেজ ফাইল/রিসেন্ট/টেম্পরারী ইত্যাদি ফাইল সি বা রুট ড্রাইভে জমা হয় যা পিসির গতিকে কমিয়ে দেয়। তাই আমরা এগুলু সাফ করার জন্য Run এ গিয়ে Recent/%temp%/Prefetch ইত্যাদি টাইপ করে এন্টার দিয়ে তারপর সিলেকট করে ডিলেট কমান্ড দিতে হয় যাহা অত্যন্ত ঝামেলা এবং সময়সাধ্য ব্যাপার। কিন্তু যদি এমন হয় যে মাত্র একটা আইকন এ ক্লিক করে সবগুলু একসাথে সাফ হবে তাহলে খুব ভাল হয় তাই না? তাহলে চলুন এ সমস্যার সমাধান করা যাক। প্রথম আমার নিজের বানানো একটা ১ কেবিরও কম প্রোগ্রাম ডাউনলোড করে নিন এখান থেকে। এরপর এটি এক্সট্রাক্ট করে ডেস্কটপে ড্র্যাগ করুন। cleanpc.bat নামের যে আইকনটি ডেস্কটপে দেখাচ্ছে সেটিতে যতবার ক্লিক করবেন ততবারই Recent/%temp%/Prefetch অপ্রয়োজনিয় পেজ ফাইল গুলু পরিষ্কার হবে।

উইন্ডোজ কে হ্যাক করে দ্রুত ফাইল কপি-পেস্ট করুন

সাধারনত আমরা যখন কোন ফাইল বা ফোল্ডার কম্পিউটার থেকে কপি করে পেন্ড্রাইভ বা অন্য কিছুতে নিতে চাই তখন ওই ফাইল বা ফোল্ডারটির উপর মাউস রেখে ডান বাটন এ ক্লিক করে Send To Pendrive এ ক্লিক করলেই হয়। কিন্তু আমরা যখন পেন্ড্রাইভ থেকে কোন কিছু কপি করে কম্পিঊটার এ রাখতে চাই বা হার্ডডিস্কের এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভ এ তখন সেই ড্রাইভ এ গিয়ে পেস্ট করতে হয়। এভাবে কপি-পেস্ট  করলে অনেক সময় লাগে এবং কোন ্ড্রাইভে ভাইরাস থাকলে তা অনান্য ড্রাইভেও ছড়ায়। অথচ এই কপি-পেস্ট এর কাজ গুলো আমরা ইচ্ছা করলে অন্যান্য ড্রাইভে না গিয়েও খুব সহজে করতে পারি। এর জন্য প্রথমে Start  থেকে Run এ গিয়ে regedit লিখে OK করুন। HKEY_CLASSES_ROOT\AllFilesSystemObjects\shellex ঠিকানায় গিয়ে ContextMenuHandlers এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ২টা নতুন key বানাতে হবে যেগুলোর নাম হবে Copy To এবং Move To. এখন Copy To সিলেক্ট করে ডানপাশ থেকে default এ ডাবল ক্লিক করে Value Data তে {C2FBB630-297111d1-A18C-00C04FD75D13} লিখে ওকে করুন। এবং Move To সিলেক্ট করে ডান পাশ থেকে default এ ডাবল ক্লিক করে Value Data...

CCleaner 3.25.1872 রিভিউ এন্ড ডাউনলোড । কম্পিউটারের গতি ধরে রাখার একটি মূল্যবান সফটওয়্যার

এখন আপনাদের জন্য আছে কম্পিউটারের সবচেয়ে কার্যকর গতি রক্ষাকারী সফটওয়্যার CCleaner 3.25.1872 CCleaner এর বিস্তারিত : নাম : CCleaner 3.25.1872 আকার : 3.97MB (4,167,720 bytes) প্রয়োজন : Windows 2000 / XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64 অনুমতি : Freeware তৈরিকারী প্রতিষ্ঠান : Piriform কার্যক্রম : CCleaner একটি মুক্ত সফটওয়্যার যা দ্বারা optimization, privacy এবং পরিস্কার করার একটি টুল । এটি কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল মুছে দেয় যাতে কম্পিউটার ফাস্ট ফাস্ট কাজ করতে পারে । এছাড়াও ইন্টারনেট হিস্ট্রি , ব্রাউজার পাসওয়ার্ড মুছতে সক্ষম । Registry cleaner এর সাথে সংযুক্ত । এটি পরিস্কার করে : Internet Explorer Firefox Google Chrome Opera Safari Windows – Recycle Bin, Recent Documents, Temporary files and Log files. Registry cleaner Third-party সফটওয়্যার ১০০% Spyware মুক্ত ব্যাবহার নির্দেশিকা : এর দ্বারা খুব সহজেই আপনার কম্পিউটারের ময়লা পরিস্কার করতে পারবেন । CCleaner অপেন করে Cleaner ট্যাব থেকে Windows এবং Applications থেকে আপনার প...

ফুল ভার্শন সফটওয়্যার

সোনার বাংলাদেশ যার এমন কোথাও সোনার খনিত দুরের কথা রুপার খনিও নাই। তারপরও আমাদের যে স্বল্প সম্পদ আছে তার যদি সুস্ট ব্যাবহার করতে পারি তাহলে সোনার খনি না হোক রুপার খনিতে এই দেশকে পরিনিত করতে পারব । হাই হোক কাজের কথায় আসি , বর্তমান বিশ্বে সফটওয়্যারের চাহিদা সব চেয়ে বেশি, কারন সফটওয়্যার একায় অনেক কাজ কিছু সময়ের ভিতরে করে পেলতে পারে । তাছাড়া আমরা বিভিন্ন সময় ফুল ভার্শন সফটওয়্যার খুজা-খুজি করি সব সময় পাওা যায় না । তাই আজ আমি আপনাদের ফুল ভার্শন নতুন কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার দিবে আশা করি সফটওয়্যার গুলু সবার উপকারে আসেবে। তাহলে দেরি না করে দেখে নিন কি কি সফটওয়্যার আপনার দরকার । কিছু Screenshot দেখে নিন Stardock Start8 v1.03 Download Now Stardock Start 8 Full uTorrent.Turbo.Booster.4.0.1.0. Full Download Now uTorrent.Turbo.Booster.4.0.1.0. Full TeamViewer latest version Download Now TeamViewer latest version Facebook Account Hecker Software Download Now Facebook account hecker Love Software (Interesting Software) Download Now Love so...

ইস্টল করে আপনার উইন্ডোজ ৭-৮-Xp অরজিনাল করে ফেলুন।

আসসালামু আলাইকুম।টিউনার পেজ এর সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়। ভাল কথা এবার কাজের কথাই আছি।এটি এমন একটি Activator যা সহজেই ব্যবহার করা যায়। তবে এটি দিলে উইন্ডোজ ৭-৮-Xp অরজিনাল হবে।মাত্র ১ Mb সফটওয়্যার ইস্টল করে আপনার উইন্ডোজকে অরজিনাল করুন। এটি উইন্ডোজ ৭-৮-Xp সবটাতেই সাপোর্ট করে তাই কনো সমস্যা হবেনা। নামঃ All activation windows 8-7-xp direct link ওই সাইট এ যেতে পারেন – http://filehunk. com/all-activation-windows-8-7-xp/ ডাউনলোড ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন। আগামী দিন হাজির হব নতুন কোন কিছু নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ফুরতিতে থাকবেন।