আমরা পিসিতে কাজ করলে অনেক ধরনের পেজ ফাইল/রিসেন্ট/টেম্পরারী ইত্যাদি ফাইল সি বা রুট ড্রাইভে জমা হয় যা
পিসির গতিকে কমিয়ে দেয়। তাই আমরা এগুলু সাফ করার জন্য Run এ গিয়ে Recent/%temp%/Prefetch ইত্যাদি টাইপ করে
এন্টার দিয়ে তারপর সিলেকট করে ডিলেট কমান্ড দিতে হয় যাহা অত্যন্ত ঝামেলা এবং সময়সাধ্য ব্যাপার। কিন্তু যদি এমন হয়
যে মাত্র একটা আইকন এ ক্লিক করে সবগুলু একসাথে সাফ হবে তাহলে খুব ভাল হয় তাই না?
তাহলে চলুন এ সমস্যার সমাধান করা যাক।
প্রথম আমার নিজের বানানো একটা ১ কেবিরও কম প্রোগ্রাম ডাউনলোড করে নিন এখান থেকে।
এরপর এটি এক্সট্রাক্ট করে ডেস্কটপে ড্র্যাগ করুন। cleanpc.bat নামের যে আইকনটি ডেস্কটপে দেখাচ্ছে সেটিতে যতবার
ক্লিক করবেন ততবারই Recent/%temp%/Prefetch অপ্রয়োজনিয় পেজ ফাইল গুলু পরিষ্কার হবে।
Comments
Post a Comment