আজকের বিষয় হচ্ছে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে একটি সাধারণ ইমেইল দিয়ে আপনার কম্পিউটার বন্ধ করে দেয়ার একটি ছোট ট্রিকস।মানে হচ্ছে যদি কোন কারনে আপনি চান যে আপনার কম্পিউটার বন্ধ করার দরকার কিন্তু আপনি সেই সময় বাসার বাইরে থাকবেন তাহলে এটি কাজে লাগতে পারে। কাজটা খুব সহজ দেখলেই বুঝবেন। তাহলে চলুন শুরু করি।
প্রয়োজনঃ
– Microsoft Outlook
– একটি মোবাইল ফোন ইন্টারনেট সহ।
– ২টি ইমেইল অ্যাড্রেস (উদাহরণ হিসাবে আমি ব্যবহার করেছি account1@gmail.com এবং account2@gmail.com)
– একটি মোবাইল ফোন ইন্টারনেট সহ।
– ২টি ইমেইল অ্যাড্রেস (উদাহরণ হিসাবে আমি ব্যবহার করেছি account1@gmail.com এবং account2@gmail.com)
উইন্ডোজ ৭ এ এটি আমি নিজে পরিক্ষা করে দেখে নিয়েছি। Outlook 2010 এবং নোকিয়া n73 দিয়ে।
১। shutdown ব্যাচ ফাইল তৈরি।
প্রথমে লজিকটি একটু বুঝে নিন তাহলে সহজ হবে আমরা ছর একটি প্রোগ্রাম তৈরি করব যেটি ক্লিক করা মাত্র যে কোন কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে। আগে আমরা এটি তৈরি করব এবং ইমেইল করে মোবাইল এর মাধ্যমে আমরা সেটি পাঠিয়ে দিব যেন কম্পিউটার বন্ধ হতে পারে। তাহলে আগে ব্যাচ ফাইলটি বানিয়ে নিতে হবে নিচের ধাপ গুলো দেখুন।
ক। নোটপ্যাড খুলে এইটুকু লিখুন
c:windowssystem32shutdown -s -f -t 01
খ। এবং সেভ করুন shutdown.bat. নামে।
২। Outlook কনফিগার করে নিন।
প্রথমে আপনাকে আউটলুক কনফিগার করে নিতে হবে যেন ইমেইল টি সঠিক ভাবে আপনার কম্পিউটার আসতে পারে আউটলুক এর মাধ্যমে।
1. শুরুতে File->Options.
2. এবার Advanced থেকে Send/Receive এ ক্লিক করুন।
3. একটি পপ আপ উইন্ডো আসবে নিচের ছবির মত কনফিগ করুন।
4. এবার File->Manage Rules & Alerts.
5. এখন New rule এবং Apply rule on messages I receive, ক্লিক করে Next দিন।
6. এবার with specified words in the subject, on this computer only সিলেক্ট করে specific words ক্লিক করুন।
7. এবার shutdown লিখে add চেপে Ok. ক্লিক করে Next দিন।
8. এবার অবশ্যই Start application এবং Delete it সিলেক্ট করতে হবে এবং অবশ্যই নেক্সট দিয়ে আমাদের তৈরি shutdown.bat ফাইলটি ওপেন করে নিন।
9. এবার আপনি Finish চাপতে পারেন। এবং OK দিন।
৩। মোবাইল থেকে কম্পিউটার বন্ধ করা।
ক। সাধারণ ভাবে আপনার মোবাইল দিয়ে account2@gmail.com একাউন্টে লগইন করুন এবং যে কোন কিছু একটি লিখে ইমেইল করে দিন দ্বিতীয় ইমেইল অ্যাড্রেস এ যেমন account1@gmail.com এবং মজা দেখুন
Comments
Post a Comment