Avast! এন্টি-ভাইরাস এর জগতের চ্যাম্পিয়ন এটা তারা আরো একবার প্রমাণ করে দিলো। অ্যাভাস্ট যখন তাদের ৭ম ভার্সন রিলিজ করে সেটার ইউ আই দেখে আমি যারপনাই খুশি হয়েছিলাম। ৬ষ্ঠ ভার্সনে যে পরিবর্তনগুলো আনা হয়েছিল সেটার পরিবর্ধিত রূপ ছিল ৭ম ভার্সন। ৮ম ভার্সন আমার কাছে অন্য গুলোর চেয়ে বেস্ট বলে মনে হচ্ছে। যারা Avast! ব্যবহার করেন তারা হয়ত অনেকেই দেখেছেন এর নতুন লুক। আমি গতকাল আপডেট দিয়ে আজকে সকালে পিসি অন করে দেখলাম। আমার খুব পছন্দ হয়েছে নতুন UI(User Interface) টা। সিম্পল আর এলিগ্যান্ট। যেটার জন্য আমি সবসময় অ্যাভাস্ট কে পছন্দ করি। যারা এখন দেখেননি দেখে নিন, তারপর কুইক আপডেট করে ফেলুন।
Avast! Homescreen:
Avast! Security Tab:
Avast! Scan:
Avast! Filesystem Shield:
Avast! Network Shield:
Avast! Tools:
Site Blocking
Access Anywhere
Avast! Maintenance:
Avast! এখন ভিপিএন(VPN) সুবিধাও দিচ্ছে উন্নতভাবেঃ
Avast! Settings:
Avast! Update Notification:
আরো দেখলাম Avast! Updater যেটা আপনার পিসির সফটওয়্যার আপডেট করবে এবং Browser Cleaner সাথে দিয়েছে।
Comments
Post a Comment