এই গেমএর গল্পটি ভবিষ্বৎ নিয়ে। এই গেমটিকে সাজানো হোয়েছে গালাক্সি এবং উজ্জ্বল গ্রহ দারা। এই গেমে গেমারের কাজ হোচ্ছে বিভিন্নো নবায়োন জোগ্য জালানি ওয়ারমহোল এর মাধোমে প্রিথীবিতে পাঠানো। প্রিথীবিতে এই জালানি বিভিন্নো কাজে জালানি হিসেবে বাবোহার করা হোবে। শোমোই এর সাথে সাথে গেমার কে জত বেসি সম্ভব নবায়োন জগ্য জালানি পাঠাতে হবে। বিগিন্ন ধরোনের বাধা অটিক্রম করে গেমার কে এই কাজটি করতে হবে। ভাল ভাবে কাজ করতে পারলে বোনাসও পাওয়াজাবে।
প্রথোমেই দেখে মনে হতে পারেযে শুধু পন্নো পরিবহন করে আর কি মজা? কিন্তু এই গেমটি খেলতে গেলে গেমের বিভিন্ন জাইগাই গেমার ধাধাই পরে যাবে। গেমার বুঝতে পারবেনা তার কি করা উচিত, আর এই জন্নই গেমার গেমটি খেলে মজা পাবে। গেমটির প্রতিটি স্তরে স্তরে রহশ্বো লুকিইয়ে আছে যা গেমারকে আন্নন্দ দিবে।
সুরুর দিকে কিছু স্টেজে গেমার কে স্কোর করা সেখানো হবে। আই পরজায়ে গেমার শিখবে কি ভাবে বেসি স্কোর করা যাই। শুধু জালানি টেনে ওয়ারমহোলে না ফেলে ইকটু বেসি টেকনিক খাটালে মাত্রো ২ থেকে ৩ ঘন্টায় শব স্টেজ শেস হইয়া যাবে। শাধারনত ডিফিকাল্টি লেভেল পরিবরতনে গেমে তেমন কন প্রভাব পরে না। আমি মনে করি এই গেমের সবথেকে বর সুবিধা হল, গেমার নিজের ইচ্ছামত খেলতে পারে।
এই গেমে তিনটি করে তারোকা থাকে প্রতিটি স্টেজে। প্রায় কোনো ভুল না করলে একটি স্টেজে তিন তারকা পাওয়া যাবে। কন স্টেজে তিন তারোকা পাওয়া অনেক কস্টোকর। তিন তারকা পাবার জন্য প্রতিটি লেভেলে নতুন পরিকল্পনা করা লাগবে। জত স্টেজ পার হবে ততো কঠিন হবে তিন তারকা পাওয়া। অনেক সোমই গামের ভাবতে পারে, তার সাথে গেমে অন্ন্যায় আচারন করছে। কারন অনেক চেস্টা করেও তিন তারকা পাবে না। আর আইতাই গেমার এর ভিতরে একটা জেদ তইরি করে দেয়।
এই গেমের শবথেকে বর সমস্বা হলো যে এটা টারাটারি শেষ হয়ে জাই। ওত্যান্ত উন্নতো গ্রাফিক্স এর জন্য যখন গেমটি টারাটারি শেষ হয়ে যাই টখন আসলেই অনেক খারাপ লাগে। এই গেমে আরো কিচু লেভেল যুক্ত করলে ভালো হতো।
ডাউনলোড করুন গেম টি
Comments
Post a Comment