অনেকের কাছেই এন্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে। কিন্তু অনেক সময় মোবাইল ফোনের সাথে অনেক সময় পিসি স্যুট থাকে না। তাই আপনাদের সাথে কিছু ফ্রী পিসি স্যুট যা আপনাদের ফাইল-ট্রান্সফার অন্যান্য মোবাইল সংক্রান্ত কাজ কিছুটা হলে ও সহজ করে দিবে।
এন্ড্রয়েড ভার্সনের পিসি স্যুটগুলো মূলত ফাইল ম্যানেজার হিসেবে কাজ করে। কিন্তু, ক্ষেত্র বিশেষে অনেকটির ফাঙ্কশন ভিন্ন হতে পারে।
তাহলে, আসুন জেনে নেইঃ
১. Wondershare MobileGo:
কিছু ফিচার তুলে ধরছিঃ
- আমার পছন্দের একটি ফাইল ম্যানেজার এবং ফ্রীতে পাওয়া যায়।
- আপনি ব্লুটুথ, ওয়াইফাই এবং কেব্ল ব্যাবহার করে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন।
- এন্ড্রয়েড অ্যাপ সরাসরি পিসি থেকে ফোনে ইন্সটল করতে পারবেন।
- সিঙ্ক্রোনাইজ করাকালীন সময়েও আপনি এসএমএস করতে পারবেন ডেক্সটপ থেকে।
- ব্যাকআপ এবং রিস্টর করতে পারবেন এক ক্লিকেই।
ডাউনলোড করতে এখানেঃ http://download.wondershare.com/mobilego_full818.exe ক্লিক করুন।
২. Android Commander:
ফিচারঃ
- ফাইল এক্সপ্লোরার রয়েছে
- অ্যাপ ম্যানেজার রয়েছে
- সার্চ বার রয়েছে
- ডিভাইসের বিস্তারিত তথ্য
- কনসোল রয়েছে যেখানে আপনি স্ক্রিপ্ট/কম্যান্ড দিয়ে কাজ করতে পারবেন
- লগকেট নামে একটি ফিচার যা মূলত ম্যাসেজ কলর করতে এবং ফিল্টার করতে পারবেন।
- ফ্ল্যাশ করার টুল রয়েছে
- যেকোন zip/.apk সাইন করতে পারবেন
- reboot, reboot to recovery, reboot to bootloader, power off device করতে পারবেন
- ওয়াইফাই মোডে চালানো যাবে।
ডাউনলোড করতে এখানেঃ https://docs.google.com/file/d/0B44Nx1hrRITWOVczc0FzZEt6OFk/edit?pli=1 ক্লিক করুন।
৩. Droid Explorer:
ফিচার দেখতে চাইলেঃ http://de.codeplex.com/wikipage?title=Features&referringTitle=Home ভিসিট করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ http://de.codeplex.com/downloads/get/507489 (x86)
৪. Moborobo:
উল্লেখযোগ্য ফিচারগুলোর একটি হচ্ছে, আপনি আইফোন থেকে এন্ড্রয়েডে ফাইল ট্রান্সফার অথবা, এন্ড্রয়েড থেকে আইফোনে ফাইল ট্রান্সফার করতে পারবেন। (আইফোন জেইল-ব্রেক হতে হবে)
ডাউনলোড লিঙ্কঃhttp://download.moborobo.com/download/Client/MoboroboSetup_V2.0.7.501(Moborobo_En_official).exe
৫. QtADB:
এই পিসি স্যুট রুট করা এন্ড্রয়েড যারা ব্যাবহার করছেন তাদের জন্য প্রযোজ্য। ফিচারগুলোর বেশিরভাগই একই রকম, তবে, নতুন কোন ফন্ট, বুট-লোডার, ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।
ডাউনলোড করতেঃ http://qtadb.wordpress.com/download/ ভিসিট করুন।
Comments
Post a Comment