ভৌতিক কোনো ছায়াছবি দেখে আবেগে কেঁদে ফেলাটা একটু ভিন্নই। যা আমার সাথে ঘটেছে! আসলে ছবিটির শেষ অংশে গিয়ে কেঁদে ফেলেছিলাম। যাই হোক, ছায়াছবির আড্ডার আজকের পর্বে থাকছে এটি ভৌতিক ছায়াছবি। আজকের ফ্লিম দ্যা রিং। দ্যা রিং একটি সাইকোলজিক্যাল হরর ফ্লিম। ছবিটি ১৯৯৮ সালের জাপানি ছবি Ringu এর রিমেক। ছবিটি একই নামের একটি উপন্যাসের উপর ভিক্তি করে নির্মিত হয়েছে। ছবিতে একটি রহস্যজনক ভিডিওটেপকে ঘিরে সাজানো হয়েছে। ভিডিওটেপটি একটি অভিশপ্ত টেপ যেটিতে রয়েছে কিছু সাদাকালো উল্টা-পাল্টা দৃশ্য রয়েছে। ভিডিও টেপটি দেখার পর একটি ফোন কল আসবে এবং ফোনে একটি মেয়ে বলবে যে, আপনি পরবর্তী সাত দিনের মধ্যে মারা যাবেন!! ছবিটি ব্যাপক সাফল্য এবং নিন্দা দুটোই অর্জন করে। পরিচালকঃ গ্লোর ভেরবিনস্কি প্রযোজকঃ ওয়াল্টার এফ.পার্কস লাউরিই ম্যাকডোলান্ড উৎসঃ কোজি শুজুকির “রিং” উপন্যাস মিউজিকঃ হ্যানস জিমার চিত্রনাট্যঃ বোইলান বেইজলি ডিস্ট্রিবিউটরঃ ড্রিমওর্য়াকস পিকচারস মুক্তি পেয়েছেঃ অক্টোবর, ২০০২ দৈর্ঘ্ যঃ ১১৫ মিনিট দেশঃ আমেরিকা, জাপান ভাষাঃ ইংরেজি বাজেটঃ ৪৮ মিলিয়ন মার্কিন ডলার বক্স...