Skip to main content

Posts

Showing posts from February, 2014

The Ring (2002)

ভৌতিক কোনো ছায়াছবি দেখে আবেগে কেঁদে ফেলাটা একটু ভিন্নই। যা আমার সাথে ঘটেছে! আসলে ছবিটির শেষ অংশে গিয়ে কেঁদে ফেলেছিলাম। যাই হোক, ছায়াছবির আড্ডার আজকের পর্বে থাকছে এটি ভৌতিক ছায়াছবি। আজকের ফ্লিম দ্যা রিং। দ্যা রিং একটি সাইকোলজিক্যাল হরর ফ্লিম। ছবিটি ১৯৯৮ সালের জাপানি ছবি Ringu এর রিমেক। ছবিটি একই নামের একটি উপন্যাসের উপর ভিক্তি করে নির্মিত হয়েছে। ছবিতে একটি রহস্যজনক ভিডিওটেপকে ঘিরে সাজানো হয়েছে। ভিডিওটেপটি একটি অভিশপ্ত টেপ যেটিতে রয়েছে কিছু সাদাকালো উল্টা-পাল্টা দৃশ্য রয়েছে। ভিডিও টেপটি দেখার পর একটি ফোন কল আসবে এবং ফোনে একটি মেয়ে বলবে যে, আপনি পরবর্তী সাত দিনের মধ্যে মারা যাবেন!! ছবিটি ব্যাপক সাফল্য এবং নিন্দা দুটোই অর্জন করে। পরিচালকঃ গ্লোর ভেরবিনস্কি প্রযোজকঃ ওয়াল্টার এফ.পার্কস লাউরিই ম্যাকডোলান্ড উৎসঃ কোজি শুজুকির “রিং” উপন্যাস মিউজিকঃ হ্যানস জিমার চিত্রনাট্যঃ বোইলান বেইজলি ডিস্ট্রিবিউটরঃ ড্রিমওর্য়াকস পিকচারস মুক্তি পেয়েছেঃ অক্টোবর, ২০০২ দৈর্ঘ্ যঃ ১১৫ মিনিট দেশঃ আমেরিকা, জাপান ভাষাঃ ইংরেজি বাজেটঃ ৪৮ মিলিয়ন মার্কিন ডলার বক্স

Hot Pursuit II 2012 (Mod)

মোষ্ট ওয়ান্টেডের পর নিড ফর স্পিড সিরিজের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত গেমটি হচ্ছে হট পারসূট ২ গেমটি। ২০০২ সালের গেমটি সকল পিসিতে চলে বলেই হয়তো বাংলাদেশে গেমটি জায়গা করে নিয়েছে! :পি আজ নিয়ে এলাম কতগুলো মোড যেগুলো ব্যবহার করে তুমি তোমার নিজের মতো করে গেমটি সাজিয়ে নিতে পারো! যেমনটি মোষ্ট ওয়ান্টেড গেমটিতে করেছিলাম কয়েকদিন আগে। উল্লেখ্য: > গাড়ি এবং ২০১২ মোডটি ব্যবহার করতে হলে ৫১২ মেগাবাইটের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে!! > গাড়িগুলো ইন্সটল করতে হলে গাড়ির ফাইলগুলো ডাউনলোড করে ফাইলগুলো গেম ডাইরেক্টরির Cars ফোল্ডারে যেকোনো পছন্দ মতো একটি গাড়ির ফোল্ডারে গিয়ে কপি-পেষ্ট করে ওভাররাইট করতে হবে। > মোডগুলো সবই FAN MADE তাই মোডগুলো ব্যবহারের ফলে গেমটির ক্ষতি হতে পারে। > ডাউনলোড লিংক প্রতিটি ছবির ক্যাপশনে দেওয়া রয়েছে। মোড: > প্রথমেই মেইন মেনু + গাড়ির গ্রাফিক্স + হার্ডকোর প্রতিপক্ষ ও পুলিশ মোড করতে হলে নিচের মোডটি ডাউনলোড করে ইন্সটল করে নাও: (লিংক ছবির ক্যাপশনে) http://www.nfscars.net/file/view/hotpursuit2/15635.aspx > প্রতিপক্ষকে আরো শক্তিশালী বানাতে নিচের মোডটি ইন

মোষ্ট ওয়ান্টেড – এ গাড়ি যোগ করা!

অনেকেই মোষ্ট ওয়ান্টেডে গাড়ি কিভাবে যোগ করতে হয় তা বুঝতে পারো নি। আর আমার হাতে সময় ছিলো না দেখে সেদিন গাড়ির সেকশনটি টিউনে দিতেই ভুলে গিয়েছিলাম!! যাই হোক আজ তো হাতে সময় রয়েছে। চলো যোগ করে নেই কিছু অসাম গাড়ি! > প্রথমে নিচের লিংক হতে মোষ্ট ওয়ান্টেডের ১.৩ সংস্করণটির প্যাঁচ ডাউনলোড করে নাও: http://www.nfscars.net/file/view/mostwanted/6099.aspx > এবার Black Edition এর প্যাঁচটি ডাউনলোড করো: http://nfsaddons.com/nfsmw/download/file/65/ ফাইলটি গেম ডাইরেক্টরির GLOBAL ফোল্ডারে কপি-পেষ্ট করো। >  এখন মোড লোডার সফটটি ইন্সটল করতে হবে। নিচের লিংক হতে তা নামিয়ে নাও: http://www.nfscars.net/file/view/mostwanted/6464.aspx * ফাইলটি আনজিপ করো। একটি সেটাপ প্রোগ্রাম পাবে। চালু করো: * সফটওয়্যারটি ইন্সটল করার পর ডেস্কটপে একটি মোষ্টওয়ান্টেড মোড লোডার শর্টকাট আইকন আসবে। এই শর্টকাট আইকনটি দিয়েই গাড়ির মোডগুলো এবং অন্যান্য মোডগুলো কাজ করবে। আইকনটি দিয়ে মোষ্ট ওয়ান্টেড গেমটি চালু করতে হবে এবং মেইন স্ক্রিণে মোড লোডার চালু হয়েছে এই বার্তাটি দেখা যাবে। এবার তোমার পছন্দের গাড়ি গুলো ডাউনল

পুরোনো গেমসগুলো নতুন করে নাও

Resident Evil 5 এর মোডিং করার আগে ও পরে। উপরের ছবিটি আসল আর নিচেরটি মোডিং করার পর বেশি সাইজের মোড দেওয়ার আগে ও পরে! মোডগুলো সাধারণত পুরাতন গেমসগুলোর জন্য। তবে নতুন গেমেও ব্যবহার করা যাবে। যেমন Black Ops ২ গেমটি মোড ব্যবহারের আগে ও পরে! চলো পুরাতন গেমস গুলো নতুন করে নেই! উল্লেখ্য যে, মোডগুলো সাইজে ছোট কিন্তু চালাতে হলে ২ গিগা গ্রাফিক্স সাথে হাই কোয়ালিটির পিসি প্রয়োজন হবে। Grand Theft Auto III http://enbdev.com/download_mod_gta3.htm Grand Theft Auto Vice City http://enbdev.com/download_mod_gtavc.htm Grand Theft Auto San Andreas http://enbdev.com/download_mod_gtasa.htm Grand Theft Auto IV http://enbdev.com/download_mod_gta4.htm http://enbdev.com/download_mod_gta4.htm Crysis (2007) http://www.pcgameshardware.com/aid,668456/ENB-Series-Better-graphics-for-free-in-older-and-new-games/News/?page=2 Burnout Paradise http://enbdev.com/download_mod_burnparadise.htm FarCry (2004) http://farcry.filefront.com/potd/120319 FarCry 2